বরগুনার বেতাগীর ঐতিহাসিক শাহী বিবিচিনি শাহী মসজিদ পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পরিদর্শনকালে তিনি এ মসজিদ উন্নয়নের আশ্বাস দেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উপজেলার বিবিচিনি ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ পরিদর্শনে আসেন। তিনি মুঘল আমলের নির্মিন প্রত্নতাত্বিক নিদর্শন ঐতিহাসিক এ মসজিদটি বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এ মসজিদের ইতিহাস সম্পর্কে অবগত হন।
পরে তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে এই মসজিদটি উন্নয়নে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার অভিমত ব্যক্ত করেন। এই সময়ে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, নৌ বাহিনীর বরগুনার কন্টিনজেন্ট কমান্ডার মো. আরেফিন ইবনে নাজিম, উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তার সফরসঙ্গীবৃন্দ। পরে তিনি একই ইউনিয়নের খ্রিস্টানপাড়ার ক্যাথলিক চার্জ পরিদর্শন করেন
উল্লেখ্য, বিবিচিনি শাহি মসজিদ প্রাচীন মুসলিম স্থাপত্যশিল্পের একটি অনন্য নিদর্শন। সময়ের বিবর্তনে মসজিদটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও অম্লান। সরকারি উদ্যোগে সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে এই ঐতিহ্যবাহী স্থাপনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুরক্ষিত ও সংরক্ষিত থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।