বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইল বিএনপিতে যোগদান নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে প্রবাহমান খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ তাড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিটিভির প্রধান প্রকৌশলী! কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি, প্রটোকল অফিসারের বিরুদ্ধে তদন্ত দাবি ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বেতাগীতে মানববন্ধন আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নিহত তাড়াইলে বিএনপির ফ্যামিলি ও কৃষি কার্ড বিষয়ে নারী ভোটারদের সচেতনতায় সামির হোসেন সাকি নুরের নির্বাচনী কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত অন্তত ৮ প্রশাসনের নাকের ডগায় মিরপুরে আবাসিক ‘হোটেল গার্ডেন ভিউ’তে রমরমা দেহ ব্যবসা

জেলা প্রশাসকের ওপর হামলাচেষ্টা অভিযোগে আটক ১

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসকের ওপর হামলাচেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক ইব্রাহিম সদরের বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হামলার উদ্দেশ্যে এক ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার কাছে একটি লোহার সরঞ্জাম ছিল। তাকে বাধা দিতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম আহত হন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আহত জহিরুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি সকাল সাড়ে ৯টার পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং বারবার জেলা প্রশাসকের খোঁজ নিচ্ছিল। অফিস খোলার পর হঠাৎ তিনি তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জেলা প্রশাসকের কক্ষে যাওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে তার কোমরের হাত দিলে সেখানে একটি টিউবওয়েল খোলার রেঞ্জ পাওয়া যায়। সেটি জব্দ করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি রেঞ্জ দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অভিযুক্তকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..