ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও মেয়ে শিক্ষর্থীদের নিয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেতাগীতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল এগারটায় বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে বেতাগী সরকারি কলেজ, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ, বেতাগী সরকারি পাইলট স্কুল এই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কালে বক্তব্য রাখেন, বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়জুল মালেক সবুজ, বেসরকারি বিশ^বিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক জিলান কবীর, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলম অপূর্ব, বেতাগী কলেজ ছাত্রদলের সভাপতি মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদ শারুখ খান. শিক্ষার্থী ইসরাত জাহান ইলমা ও তানিশা আক্তার সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা মো. শামীম আহসান সম্প্রতি একটি নির্বাচনী জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নিয়ে যে অশালীন মন্তব্য করেছেন, তা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অবমাননা। একজন শিক্ষক হয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার তাঁর পেশার মর্যাদাহানি করে। বক্তারা অবিলম্বে এই মন্তব্যের জন্য প্রশাসনের কাছে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।