ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া তথ্য অনুযায়ী এসব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
জেলা প্রশাসকের কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১ আসন থেকে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ নাজমুল আহসান এবং খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মাদ সাইয়েদুর রহমান।
এছাড়া পটুয়াখালী-২ আসন থেকে খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ আইউব, পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ফাহিম এবং পটুয়াখালী-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবদুল কাইউম তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জেলা প্রশাসন জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই এসব প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন এবং তা যথাযথভাবে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রার্থীতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনকে ঘিরে এখন প্রার্থীদের প্রচার-প্রচারণা নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।