শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে ভূমি নথি জালিয়াতি প্রমাণিত, বিচারহীনতায় বেপরোয়া চক্র মুরাদনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা মুরাদনগরে বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে দুই ইউনিয়নে পৃথক সমাবেশ মুরাদনগরে স্কুলছাত্রী সোহাগী হত্যায় বাবাসহ দুইজনের বিরুদ্ধে মামলা দেশব্যাপী আলোচিত আমতলীর সেই খাওয়ার ঘটনায় শোকজ নোটিশ আমতলীতে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে শিশু নির্যাতন, থানায় মামলা আদ্ব দ্বীনের ভয়াল রাত: গর্ভবতী মা ও নবজাতকের জন্য সতর্কবার্তা: সাংবাদিক নাহিদ প্রিন্স বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে জোরালো সমাবেশ মুরাদনগরে মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু

মেডিকেল প্রশ্নপত্রফাঁস: ডা. তারিমসহ ছয়জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৮১ বার পঠিত

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রফাঁসের ঘটনায় করা মামলায় থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প্রধান ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিমসহ ৬ জনকে রিমান্ডে নেয়া হয়েছে।
এরমধ্যে ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩) ও ডা. কে এম বশিরুল হকের (৪৮) ৪ দিন এবং  ডা. জাকারিয়া আশরাফ এবং রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাকসুদা আক্তার মালা (৫২) ও জাকিয়া ফারইভা ইভানার (৩৫) দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া মুসতাহিন হাসান লামিয়াসহ চারজনের রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন-ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪), মৈত্রী সাহা (২৭) ও ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫)।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে  এ আদেশ দেন। এর আগে তাদের দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিনজনের চারদিন ও তিনজনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া চার আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় ১৭ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২২ আগস্ট আদালতে স্বীকারোক্তি দেন  ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬) ও ডা. লুইস সৌরভ সরকার (৩০)।
দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলোতে নিয়মিত প্রশ্নফাঁসকারী সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডির সাইবার পুলিশ। এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। পাবলিক পরীক্ষা আইনের -৪/১৩ ধারা ও  ডিজিটাল নিরাপত্তা আইনের -২২(২)/২৩(২) এ মামলা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..