রায়হান চৌধুরীঃ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্বাবধানে মুরাদনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকদল।
আলোচনা সভায় মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শাহআলম সরকার, কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জয়নাল মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও সদস্য সচিব সুমন মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিল করে তাদেরকে দেশে আনার দাবি জানান।
আলোচনা সভা শেষে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে একটি র্যালি বের করে, র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে তাদের সভা সমাপ্তি করেন।