বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

ইংলিশ থেরাপি’র উদ্যোগে এসএসসি-১১ ও এইচএসসি-১৩ ব্যাচের ডিনার পার্টি

সাজিদুর রহমান সজিব
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৬২ বার পঠিত

রাজধানীতে জনপ্রিয় ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ থেরাপির উদ্যোগে সারাদেশের এসএসসি-১১ ও এইচএসসি-১৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মিরপুরের সুলতান’স ডাইনে ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা ও সিইও সাইফুল ইসলাম এ ডিনার পার্টির আয়োজন করেন। পার্টিতে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধ-শতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।

ডিনার পার্টি আয়োজনের বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, আমি চাই আমাদের ১১-১৩ ব্যাচের বন্ধুদের বন্ধন সব সময় অটুট থাকুক। বন্ধুদের পাশে আছি, থাকবো। যে কোন সময় যে কোন প্রয়োজনে আমি বন্ধুদের সহযোগিতায় এগিয়ে আসবো।

তিনি বলেন, বন্ধুদের নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমি ব্যবসায়ী বন্ধুদের নিয়ে বিজনেস ক্লাব নামে একটা গ্রুপ করেছি। যার মাধ্যমে ব্যবসায়ী বন্ধুরা অনেক উপকৃত হবেন।

তিনি আরও বলেন, আমার প্রতিষ্ঠানে অনেক বন্ধুরা কাজ করে। ভবিষ্যতেও আরও বন্ধুদের আমার প্রতিষ্ঠানে যুক্ত করতে পারবো। আর এই ডিনার পার্টির বিশেষ কোন উদ্দেশ্য নেই। বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানোর জন্যই আমার সামান্য এই আয়োজন।

এর আগে, বিকেল ৩টা থেকে ৮টা পর্যন্ত মিরপুর-৬ নম্বর ইসলামিয়া স্কুল মাঠে ১১-১৩ ব্যাচের বন্ধুদের নিয়ে পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ২’শ বন্ধু-বান্ধবী অংশগ্রহণ করেন।

পিঠা উৎসব শেষে বন্ধুদের ইংলিশ থেরাপির প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানান প্রতিষ্ঠাতা ও সিইও সাইফুল ইসলাম। আমন্ত্রণে সাড়া দিয়ে বন্ধুরা তার প্রতিষ্ঠানে গেলে তিনি ইংলিশ থেরাপি সম্পর্কে বিস্তারিত জানান এবং প্রতিষ্ঠান ঘুরে দেখান।

এ সময় ইংলিশ থেরাপির পক্ষ থেকে প্রায় ৪০ জনকে টি-শার্ট, ব্যাগ, ডায়রি, কলম, প্যাড ও পানির পট উপহার দেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..