বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: পরিবেশ উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান : সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় এক স্কুলে একই পরিবারের ১৬ জন কর্মরত : অভিযোগ তদন্তের নির্দেশ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের অভিষেক উপলক্ষে বাংলাদেশের অভিনন্দন

মিরপুরে এসএসসি-১১ ও এইচএসসি-১৩ ব্যাচের পিঠা উৎসব

সাজিদুর রহমান সজিব
  • আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৮৪ বার পঠিত

রাজধানীর মিরপুরে এসএসসি-২০১১ এবং এইচএসসি-২০১৩ স্টুডেন্টস গ্রুপ অব বাংলাদেশ এর উদ্যোগে সারাদেশের এসএসসি-১১ ও এইচএসসি-১৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মিরপুর-৬ নম্বর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় দুইশতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।

বন্ধুরা মিলে কেক কাটার মধ্যে দিয়ে পিঠা উৎসব শুরু হয়। এরপর সবাইকে পিঠা পরিবেশন করা হয়।

উৎসবে ছিল বিভিন্ন রকমের শীতের পিঠার সমাহার।

অনুষ্ঠানে আগত সকলে যার যার পরিচয় দেন এবং সবাই সবার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক গ্রুপ এডমিন মাহমুদ রাফি বলেন, আমাদের ১১-১৩ সারা বাংলাদেশের বন্ধু বান্ধবীদের প্রাণের মেলা বসে পিঠা উৎসবে। প্রতিবছরের মতো এ বছরের আয়োজনেও অংশগ্রহণ করেছে সারা দেশের বিভিন্ন জেলার ১১-১৩ ব্যাচের বন্ধু-বান্ধবী ও তাদের পরিবার।  আমাদের সব সময়ে লক্ষ্য থাকে ভিন্ন কিছু আয়োজন করা এই কমিউনিটির মাধ্যমে। এইসব আয়োজনের পাশাপাশি সব সময়ে আমরা দেশের সামাজিক কর্মকাণ্ড করে থাকি সকল বন্ধু বান্ধবীদের সহযোগিতায়। যার উদ্যোগ নেয়া হয় এসএসসি ২০১১ & এইএসসি ২০১৩ স্টুডেন্টর্স গ্রুপ অফ বাংলাদেশ এর এডমিন প্যানেল থেকে নেওয়া হয়।

অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিলেন বসন্ত ফার্নিচার, শ্রীপুর টেক মার্ট, জামিল মোহাম্মদ সিটি ও ইংলিশ থেরাপি।

এছাড়া ফটোগ্রাফার পার্টনার ছিল র’ এক্সপো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..