আগামী ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভি চ্যানেল আসছে তরুণ নির্মাতা ও নাট্যকার মনজিল হাসান এর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক-‘ কন্যা ‘। নাটকটির গল্প ভাবনা বিশিষ্ট নাট্যকার ও পরিচালক মনসুর রহমান চঞ্চল এর। মনজিল হাসান এর ‘কন্যা’ নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেতা মোশাররফ করিম, তার বিপরীতে রয়েছেন আরেক আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
এছাড়াও ‘কন্যা’ নাটকে আরো অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি,টুনটুনি সোবহান , হানিফ পালোয়ান,শারমিন শর্মি,খান রশ্নি,অদিতি আহমেদ,সিফ্যাত বণ্যা সহ আরও অনেকে।
নাটকটি সম্পর্কে পরিচালক মনজিল হাসান বলেন,এদেশের মাটি,প্রকৃতি গ্রামের প্রতি সব সময়ই একটা আলাদা টান অনুভব করি।কন্যা নাটকের শুটিং গ্রামেই করেছি।এখন শুটিং পরবর্তী কাজ চলছে। একটি গল্প নির্ভর কাজ করার চেষ্টা করেছি।আশকরি বাকিটা দর্শকরাই মূল্যায়ন করব
র্নিমাতা ও নাট্যকার মনজিল হাসানের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার গ্রেদ লক্ষীপূরা গ্রামে। তার বাবার নাম মো : হানিফ খলিফা এবং মা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মোসা : কাকলি আক্তার। লক্ষীপূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে টংগী সরকারি বিশ্ববিদ্যায় থেকে ম্যানেজমেন্ট বিষয়ের উপর অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন তরুণ মেধাবী এই নির্মাতা।
পরিচালনায় জীবনের শুরুতে বাংলাদেশের জনপ্রিয় জুটির অভিনয় প্রসঙ্গে মেধাবী এই নির্মাতা ” কান্ট্রি টুডে ” কে বলেন ”
প্রথম কাজেই বাংলাদেশের সেরা জুটিকে পেয়ে অবশ্যই একটা আলাদা আনন্দ অনুভব করি, এবং এই জুটির প্রতি কৃতজ্ঞতা জানাই।এছাড়াও কন্যা নাটকের সকল শিল্পী কলাকুশলীদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
তরুণ এই নির্মাতা আরো বলেন, মিডিয়াতে পথচলা শুরু আমার গুরু নির্মাতা জাকিউল ইসলাম রিপন ভাইয়ের হাত ধরে।সকল দর্শক স্রোতাদের ভালোবাসায় সততার সাথে কাজ করে যেতে চাই,ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে চাই।