আজ ২৬ মার্চ,বুধবার, সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।
এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি বাঙলা কলেজ কাম্পাস আলোকসজ্জায় সাজানো হয়।সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষক, কর্মচারী, বিভিন্ন সহশিক্ষা ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন,মার্কেটিং বিভাগের প্রধান আখতারুজ্জামান,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা আক্তার এবং বাংলা বিভাগের শিক্ষক হুমায়রা মোর্শেদ।
এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রফেসর শাহিনা খানম।শেষে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: কামরুল হাসান সমাপনী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।