সোমবার, ১৯ মে ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

রুপনগর থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শাহীনুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত

রূপনগর থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপির সক্রিয় নেতা শাহীনুজ্জামানের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ৬ নম্বরের ‘ট’ ব্লকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, “ট-ব্লক বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির” একটি নিয়মিত মিটিং চলছিল। মিটিংয়ে উপস্থিত ছিলেন শাহীনুজ্জামান। মিটিং চলাকালীন সেখান থেকে একজন ডেকে নিয়ে যায় তাকে। বাহিরে গেলে আওয়ামী লীগ-সমর্থিত প্রভাবশালী একটি চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

এ সময় তার মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ অর্থ ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া তাঁরা। হামলায় গুরতর আহত হন শাহীনুজ্জামান। আহত অবস্থায় তাকে নিয়ে হাসপাতাকে ভর্তি করান স্থানীয়রা।

এলাকাবাসী জানান, হামলার সঙ্গে শেখ মেহেদী, রুবেল গোলদার, গিটু রহিম, রাকিব, আল-আমিন ও ফল জাহিদসহ স্থানীয় একাধিক চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী জড়িত। তারা এলাকায় “বিচার কার্য পরিচালনার” নামে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।

ঘটনার পর রাতেই ভুক্তভোগী শাহীনুজ্জামান মামলা করতে রূপনগর থানায় যান, কিন্তু দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) স্যার উপস্থিত না থাকায় মামলা গ্রহণ করা হয়নি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি ও তার পরিবার।

শাহীনুজ্জামান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মিরপুর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, রূপনগর থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এবং রূপনগর থানা বিএনপির সক্রিয় সদস্য। ২০১৩, ২০১৭ ও ২০২২ সালে তাকে একাধিকবার মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়।

বর্তমানে তিনি “ট-ব্লক ছাত্র ও যুব সমাজ” নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

ঘটনার পর ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঘটনাস্থলে গিয়ে আহত শাহীনুজ্জামানের খোঁজখবর নিয়েছেন এবং দলীয়ভাবে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..