বরগুনার আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে অমর ফারুক (২২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর নুরুল হক খাঁনের ছোট ছেলে তাওহীদ রাস্তার পাশে থাকা একটি মৌচাকে ডিল মারতে থাকে। এসময় স্থানীয় অমর ফারুক তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাওহীদ গালাগাল করে বাড়িতে ফিরে গিয়ে তার বাবা নুরুল হক খাঁনকে বিষয়টি জানায়। পরে নুরুল হক এসে কোন কিছু না শুনে ছেলে তাওহীদকে সঙ্গে নিয়ে অমর ফারুকের ওপর হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি থামায় এবং উভয় পক্ষকে নিয়ে মীমাংসার আশ্বাস দেয়।
অমর ফারুকের পরিবার সমঝোতা মেনে নিলেও নুরুল হক খাঁন বিষয়টি কুয়াকাটায় কর্মরত বড় ছেলে তামিমকে জানায়। এরপর তামিম রবিবার সকালে বাড়িতে এসে পরিকল্পিতভাবে তার বাবা-মা ও ভাইকে নিয়ে অমর ফারুকের ওপর পুনরায় হামলা চালায়। এসময় তারা হাতুড়ি দিয়ে অমর ফারুকের মাথায় আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন ইসলাম সুমন বলেন, আহত অমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।