“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ইং পালিত হয়েছে।
সোমবার (১৩অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে মাদ্রাসা মার্কেট প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা ও প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিসান আলী, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, তাড়াইল উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল হাসান, তাড়াইল উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো: সাদিক হোসাইন, ফায়ার সার্ভিস লিডার মোঃ শহীদুজ্জামান, তাড়াইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ। এসময় বক্তব্য প্রদান করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, তিনি বলেন ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। এই দুর্যোগে ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন পালিত হয়ে আসছে।