বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে র্যালি, ফায়ার সার্ভিসের দুর্যোগ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতি বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
এদিন বেলা ১১টায় বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: শাহীনের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি ইমরান হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আব্দুল লতিফ, বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম হাওলাদার, সুজন বেতাগী উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন তালুকদার, উপজেলা রেডক্রিসেন্টের দলনেতা সোহেল মীরসহ অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।