কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মমিন তার সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে একটি বিলে শাপলা তুলতে যায়। তারা সবাই মিলে একটি নৌকায় উঠেছিল। শাপলা তোলার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে মমিন পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে তলিয়ে যায়। ঘটনার কিছু সময় পর পরিবারের সদস্যরা খবর পেয়ে ছুটে গিয়ে খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ উদ্ধার করেন।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ঘটনাটি নিশ্চিত করেন।