মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চিলমারীতে মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু উলিপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারীদের কর্ম বিরতি, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। করিমগঞ্জে নবীন বরন, সংবর্ধনা, বিতর্ক, আলোচনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত আমতলীতে নবম শ্রেণির ছাত্রের যুদ্ধবিমান আবিষ্কার, অর্থসংকটে থেমে আছে সিফাতের স্বপ্নযাত্রা আমতলীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা, র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পুলিশের হাতে শিক্ষক লাঞ্ছিত — জাতি হিসাবে আমরা ব্যর্থ ও লজ্জিত: বিএনপি নেতা ড. কাজী মনির পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ

কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রাম, তুহিন আলম মুকুল:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত
কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু .................................ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুরে ভ্যানগাড়ি ও কাকড়া (ট্রলি) গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাশেল মিয়া (১৯) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী স-মেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেল মিয়া রাজিবপুর সদর ইউনিয়নের বালিয়ামারী ব্যাপারীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের কনিষ্ঠ পুত্র।

এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৮) নামে একই গ্রামের আজাহার আলীর পুত্র গুরুতর আহত হন। তাঁকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াইডাঙ্গী এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভ্যানের মুখোমুখি ধাক্কা খেলে উভয় চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেলকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রলি গাড়িটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছেন। গাড়ির মালিক হিসেবে স্থানীয় রফিকুল ইসলামের নাম জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অপ্রশিক্ষিত ও অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে অবৈধ কাকড়া গাড়ি চলাচলের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। কয়েক মাস আগেও একই গাড়ির চালক এক পথচারীকে চাপা দিয়ে হত্যা করলে ১১ লাখ টাকায় বিষয়টি মীমাংসা হয় বলে জানা যায়। এবারে নিহত রাশেলের ঘটনাও তিন লাখ টাকায় ‘সমঝোতার’ মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলে শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..