“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ইং পালিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে সহকারী প্রকৌশলী মো: হাসিফুর রহমান নাদিমের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালী, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – জীবাণু মুক্ত এবং সুস্থভাবে বেঁচে থাকতে হলে হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন খাবার খাই, আমাদের হাতে জীবাণু থাকে তখন ওই জীবাণু খাবারের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগে আক্রান্ত হই। সেই ক্ষেত্রে আমাদের খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধৌত করতে হবে। সরকার হাত ধোয়ার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর হাত ধোয়ার নিয়ম, যেভাবে শিখিয়েছেন সেইভাবে আমাদের হাত ধৌত করতে হবে।
এছাড়াও বিশ্ব হাতধোয়া দিবসে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, শিক্ষা অফিসার মো: এনামুল হক খান, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, সমবায় কর্মকর্তা শামছুল আলম, বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।