জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, নারী–পুরুষ সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা পর্যায়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) একটি আলোচনা সভার আয়োজন করেছে।
“ন্যায়সংগত পরিবর্তনের জন্য পরিবেশগত মানবাধিকার: স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহের সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের আওতায় “উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন ও কমিটি গঠন” শীর্ষক এ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মোরেলগঞ্জ সেতারা আব্বাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সহকারী প্রিন্সিপাল মোঃ কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন— কোডেকের প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস, কারিগরি কর্মকর্তা কাজী সানি ফেরদৌস, প্রভাষক আব্দুর রহিম, যুব প্রতিনিধি মোঃ সাকিবসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেকের মোরেলগঞ্জ এরিয়া অফিসার অজিফা নীলা।
বক্তারা বলেন, জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষা, নারীর প্রতি সহিংসতা হ্রাস এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সব সংগঠনকে আরও সক্রিয় হতে হবে। নবগঠিত উপজেলা কমিটি এসব বিষয়ে জনসচেতনতা ও বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন— কোডেকের চলমান কার্যক্রম মোরেলগঞ্জের সামাজিক উন্নয়ন, পরিবেশগত ন্যায়বিচার এবং ঝুঁকিতে থাকা মানুষের অধিকার সুরক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে।