কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মোঃ তামজিদ আহমদ সহকারি কমিশনার (ভূমি), তাড়াইল বরাবর ৩০নভেম্বর-২০২৫ইং (রবিবার) লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পাইকপাড়া গ্রামের নাজমুল ইসলাম, আমিনুল, জাহাঙ্গীর মিয়া ও মোঃ সজল মিয়া দীর্ঘদিন ধরে রাস্তার দু’পাশে বসবাস করলেও তারা ধীরে ধীরে বসতঘর সম্প্রসারণ করে সরকারি রাস্তার অংশ দখল করে নিয়েছেন। বর্তমানে তারা রাস্তার ওপর পিলার স্থাপন করে দখল সংকট আরও বাড়িয়ে তুলেছে।
এলাকাবাসীর দাবি, পাইকপাড়া তারা মিয়ার বাড়ি থেকে হাওর পর্যন্ত এই রাস্তা দিয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তা সরু হয়ে যাওয়ায় বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাওর এলাকা থেকে কৃষিপণ্য আনা-নেওয়াতেও তৈরি হচ্ছে মারাত্মক অসুবিধা।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিষয়টি একাধিকবার আলোচনা করলেও অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা কোনো কথা শুনছেন না এবং উস্কানিমূলক আচরণ করছেন। এতে এলাকায় যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
সরকারি রাস্তা দখলমুক্ত করতে এবং ঘটনাস্থলে দ্রুত সরেজমিন তদন্তের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন অভিযোগকারী তামজিদ আহমদসহ এলাকাবাসী।
উল্লেখ্য, এবিষয়ে জানতে চাইলে বিবাদী আমিনুল ইসলাম জানান- প্রতিবেশীরা যেভাবে গৃহনির্মাণ করেছে সেভাবেই আমি নির্মাণ করেছি কিন্তু এলাকাবাসী ও প্রশাসনের নির্দেশনার প্রতি আমি পুরোপুরি শ্রদ্ধাশীল। তারা যে সিদ্ধান্ত দিবেন তা মেনে নিতে আমার কোন আপত্তি নেই।