সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময়: নির্বাচন নিরাপত্তায় প্রস্তুত পটুয়াখালী পুলিশ আমতলীতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা তাড়াইলের ওসি সাব্বির রহমান সততার নিদর্শন মির্জাগঞ্জে অক্সফোর্ড কে, জি স্কুলে নানান আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত কিশোরগঞ্জ-১ এ হেদায়াতুল্লাহ হাদীর উত্থান: রিকশা মার্কায় ভোটারের আস্থা আমতলীতে ধান কাটতে বাঁধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম নান্দাইলে বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে শনিবার

ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, সীল, প্যাড জালিয়াতির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৬২ বার পঠিত

এমপিও ভুক্তির আবেদনে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর সীল প্যাড জালিয়াতির অভিযোগ উঠেছে সদ্য যোগদানকৃত এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটিয়েছে নেত্রকোনায় দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ’র সদ্য যোগদানকৃত উৎপাদন ব্যবস্থাপন ও বিপণন বিষয়ক প্রভাষক মাহফুজুর রহমান।

কলেজ ও ব্যাংক সূত্রে জানাযায় দুর্গাপুর উপজেলার মহিলা ডিগ্রী কলেজ এর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ের মোনাহাম বেগম নামের এক প্রভাষক বিগত ৭ জুলাই ২০২২ ইং তারিখ মৃত্যুবরণ করায় শুন্যপদে মাহফুজুর রহমান নামের একজন বিগত ১১সেপ্টেম্বর ২০২৫ ইং প্রভাষক হিসাবে যোগদান করেন। নিয়ম অনুসারে যোগদান এবং পাঠদান চলাকালে মান্থলি পেমেন্ট অর্ডার(এমপিও)পাবার জন্যে পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল(মাউশি) বরাবর ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আবেদন করেন প্রভাষক মাহফুজুর রহমান । আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে অগ্রনী ব্যাংক দুর্গাপুর শাখার প্যাড,সীল ব্যবস্থাপকের স্বাক্ষর অবৈধভাবে ব্যবহার করে নন ড্রয়াল সনদপত্রটি জাল জালিয়তির মাধ্যমে নিজেই সৃজন করে মাউশি’তে দাখিল করেছেন। বিষয়টি ব্যাংক ব্যবস্থাপক জানতে পেরে বিগত ৫অক্টোবর ২০২৫ ইং তারিখ লিখিতভাবে কলেজ গভর্নিং বডির সভাপতি ও দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ’কে অভিহীত করেন।

এই চিঠি পরিপেক্ষিতে গত ০৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার ১২৯৮(২) স্মারকে ওই প্রভাষক’কে দশ কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

পাশাপাশি বিগত ৭ অক্টোবর ২০২৫ ইং তরিখ ১২৯৯(২)স্মারকে পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল(মাউশি)বরাবর আবেদন করা মাহফুজুর রহমান নামের জমাকৃত ফাইলটি রিজেক্ট করার জন্যে।

এদিকে অগ্রনী ব্যাংক দুর্গাপুর শাখার ম্যানেজার মোঃ কাজল মিয়া জানান আমি ঘটনার বিষয় জানতে পেরে কলেজ গভর্নিং বডির সভাপতিকে লিখিতভাবে অবহিত করেছি,বাকিটা তাদের কাজ।

এ বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ জিন্নাহ’র সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ের সত্যতা শিকার করে বলেন এটি একটি গর্হিত কাজ করেছেন ঐ শিক্ষক,শুরুতেই যে শিক্ষক দুর্নিতির আশ্রয় নিয়েছেন তার কাছ থেকে শিক্ষার্থীরা কি আশা করতে পারে ? এটির একটি দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া প্রয়োজন।

কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক’কে বলেন উল্লেখিত ঘটনা পুরোটাই সত্য, আমি কলেজের পক্ষথেকে ঐ শিক্ষকে কারণদশানো নোটিশ করেছি,তাছাড়া পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল(মাউশি)বরাবর আবেদন করেছি ঐ জালিয়াতি করা ফাইটি রিজেক্ট করার জন্যে।

অপরাধচিত্র থেকে অভিযুক্ত প্রভাষক মাহফুজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ের সত্যতা শিকার করেন পাশাপাশি নিউজ না করার জন্য অনুরোধ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..