বেতাগী হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বেতাগী উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বেতাগী প্রেস ক্লাবে বেতাগী উপ-কমিটির আহবায়ক আহ্বায়ক আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সভাই প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. এবিএম রুহুল আমিন খান। লায়ন মো. শামীম সিকদারের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন আসাদুল ইসলাম চিনু, মো. জাহাঙ্গীর মাস্টার, শানু মিয়া, মোঃ আনোয়ার হোসেন গেন্দু, মো. রুহুল আমিন সোহেল, মোঃ মনিরুল ইসলাম, মামুন পারভেজ আসাদ, মোস্তারী আক্তার এ্যানি, মোঃ আরিফুর রহমান সুজন, মো. শামুন অর রশিদ জুমন ও তানভীর আলম। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাসার খান।
সভায় বেতাগী হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের এ্যাসোশিয়েশনের সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়।