বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইল বিএনপিতে যোগদান নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে প্রবাহমান খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ তাড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিটিভির প্রধান প্রকৌশলী! কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি, প্রটোকল অফিসারের বিরুদ্ধে তদন্ত দাবি ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বেতাগীতে মানববন্ধন আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নিহত তাড়াইলে বিএনপির ফ্যামিলি ও কৃষি কার্ড বিষয়ে নারী ভোটারদের সচেতনতায় সামির হোসেন সাকি নুরের নির্বাচনী কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত অন্তত ৮ প্রশাসনের নাকের ডগায় মিরপুরে আবাসিক ‘হোটেল গার্ডেন ভিউ’তে রমরমা দেহ ব্যবসা

আমতলীতে কৃষকের জমির ধান লুট

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৭৬ বার পঠিত

কৃষক আব্দুল মান্নান আকনের জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে ভুমি দস্যুরা কেটে লুট নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক আব্দুল মান্নান আকন এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে।

জানাগেছে, ২০১৬ সালে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের আব্দুল মন্নান আকন রাহিমা বেগমের কাছ থেকে ২৩ নং সোনাখালী মৌজার ৩০১ খতিয়ানে ২৬ শতাংশ জমি ক্রয় করেন। গত ৯ বছর ধরে ওই জমি তিনি ভোগদখল করে আসছেন। বুধবার সকালে ওই জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর বেগম ও তার লোকজন ধান কেটে লুট করে নেয়। জমির মালিক মান্নান আকন তাদের বাঁধা দিলে তারা তাকে (মন্নান) লাঞ্ছিত করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জমির মালিক আব্দুল মান্নান আকন বলেন, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাহিমা বেগমের কাছ থেকে ২৬ শতাংশ জমি ক্রয় করেছি। ওই জমি গত ৯ বছর ধরে আমি ভোগদখল করে আসছি। বুধবার সকালে ওই জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর ও তার লোকজন কেটে লুট করে নিয়ে গেছে। আমি এতে বাঁধা দিলে আমাকে তারা লাঞ্ছিত করেছে।

মনিরুল আকন ধান লুট করে নেয়ার কথা অস্বীকার করে বলেন, শাহিনুর তার জমির ধান তিনি তার লোকজন দিয়ে কেটে নিয়েছেন। এখানে আমার কোন হাত নেই।

গাজীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হানিফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কিছু ধান কেটে নিয়েছে। তিনি আরো বলেন, উভয় পক্ষকে ডাকা হয়েছে। তাদের কথা শুনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..