বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: পানগুছি নদীতে প্রশাসনের যৌথ টহল রাজপথ নয় সন্মান নিয়ে শ্রেণি কক্ষে ফেরার ব্যবস্থা চায় সন্মানিত শিক্ষক সমাজ ! চিলমারীতে মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু উলিপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারীদের কর্ম বিরতি, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। করিমগঞ্জে নবীন বরন, সংবর্ধনা, বিতর্ক, আলোচনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত আমতলীতে নবম শ্রেণির ছাত্রের যুদ্ধবিমান আবিষ্কার, অর্থসংকটে থেমে আছে সিফাতের স্বপ্নযাত্রা আমতলীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা, র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারীদের কর্ম বিরতি, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত।

কুড়িগ্রাম, তুহিন আলম মুকুল:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৫ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি স্কুল, কারিগরি, মাদরাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীরা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

শিক্ষক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শতকরা উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু তাদের ন্যায্য দাবি এখনো বাস্তবায়ন হয়নি। উপরন্তু আন্দোলনরত শিক্ষক নেতাদের ওপর পুলিশি হামলা ও গ্রেফতারের ঘটনায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা দুঃখজনক। তারা অবিলম্বে দাবি বাস্তবায়ন ও গ্রেফতারকৃত শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের প্রতি দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত শিক্ষক পরিষদ, উলিপুর, কুড়িগ্রাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..