বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: পানগুছি নদীতে প্রশাসনের যৌথ টহল রাজপথ নয় সন্মান নিয়ে শ্রেণি কক্ষে ফেরার ব্যবস্থা চায় সন্মানিত শিক্ষক সমাজ ! চিলমারীতে মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু উলিপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারীদের কর্ম বিরতি, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। করিমগঞ্জে নবীন বরন, সংবর্ধনা, বিতর্ক, আলোচনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত আমতলীতে নবম শ্রেণির ছাত্রের যুদ্ধবিমান আবিষ্কার, অর্থসংকটে থেমে আছে সিফাতের স্বপ্নযাত্রা আমতলীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা, র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরোঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৫ বার পঠিত
রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি .................................ছবি: সংগৃহীত

রংপুরকে প্রদেশ ঘোষণা এবং দেশের আটটি বিভাগকে পৃথক প্রদেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি এ দাবি জানান।

তিনি বলেন, রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ গত ২০ বছর ধরে রংপুরসহ দেশের আটটি বিভাগকে প্রদেশ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছে। রংপুর বিভাগের মানুষ শিক্ষা, চিকিৎসা, চাকরি, অর্থনীতি ও রাজনীতিসহ প্রায় সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়ে আসছে। বর্তমানে জুলাই আন্দোলনের পর শাসন কাঠামো ও পদ্ধতিতে পরিবর্তন আনার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তাই বিদ্যমান ঔপনিবেশিক ধাঁচের শাসন ব্যবস্থার পরিবর্তে স্বাধীন বাংলাদেশের উপযোগী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। দেশ পরিচালনায় রাজনৈতিক দলের পাশাপাশি শ্রমজীবী ও কর্মজীবী জনগোষ্ঠীর অংশগ্রহণ সংবিধানগতভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের এককেন্দ্রিক বাজেট নীতির কারণে দেশের উন্নয়ন ভারসাম্য হারিয়েছে। জাতীয় বাজেটের প্রায় ৬৫ শতাংশ ব্যয় হয় ঢাকাকেন্দ্রিক, ২০ শতাংশ চট্টগ্রামকেন্দ্রিক এবং অবশিষ্ট মাত্র ১৫ শতাংশ ব্যয় হয় দেশের বাকি বিভাগগুলোতে। এই বৈষম্য দূর করতে হলে রংপুরসহ আটটি বিভাগকে প্রদেশ ঘোষণা করে প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করতে হবে। দুই কক্ষবিশিষ্ট সংসদ, প্রাদেশিক পার্লামেন্ট, ফেডারেল সরকার গঠন, স্বশাসিত উপজেলা ও এক ব্যক্তির দুই ভোট ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত সমতা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আমিন উদ্দিন বিএসসি জানান, তাদের ৯ দফা দাবির মধ্যে অন্যতম হলো রংপুরে একজন মুখ্যমন্ত্রীসহ নয় সদস্যের প্রাদেশিক সরকার গঠন। এসব দাবি বাস্তবায়নে শিগগিরই রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মশিউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..