বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে দুদক বেতাগীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত কেন্দুয়া আটপাড়া বিএনপিতে জনমত জরিপে এগিয়ে দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল রংপুরে মাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণ করে বর্বর নির্যাতন, পানির বদলে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ তাড়াইলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জে লগী-বৈঠার ভয়াল হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল সওজ কর্মচারীদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন: পটুয়াখালীতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ঐক্য আর উদ্দীপনায় মুখর পুরো শহর রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

বেতাগীতে ভিজিডির চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৭২ বার পঠিত
বেতাগীতে ভিজিডির চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ---------------------- ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির চাল বিতরণে নজিরবিহীন অনিয়মের অভিযোগ উঠেছে।

অসচ্ছল পরিবারের জন্য ৩০ কেজি চাল বরাদ্দ থাকলেও বস্তায় পাওয়া গেছে মাত্র ২২ থেকে ২৩ কেজি। অনিয়মের সংবাদ ছরিয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়লে অবশেষে উপজেলা প্রশাসন চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিবিচিনি ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রমে ব্যাপক কারচুপি চলছে। উপকারভোগীদের হাতে যে চালের বস্তা তুলে দেওয়া হচ্ছে, সেগুলোর ওজন করে দেখা গেছে কোথাও ২২ কেজি, কোথাও বা সাড়ে ২৩ কেজি। অথচ সরকারি কাগজে-কলমে প্রত্যেক সুবিধাভোগীর জন্য নির্ধারিত ৩০ কেজি চাল বরাদ্দ রয়েছে।

৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ইউসুফ আকন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিটি বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২৩ কেজি চাল থাকায় মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আমি দ্রুত অনিয়ম রোধ করে স্বচ্ছতার সাথে চাল বিতরণের দাবি জানাচ্ছি।

অভিযোগ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন তার সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, ‘আমার উপস্থিতিতে কোনোপ্রকার অনিয়ম হওয়ার সুযোগ নেই। তবে যদি কোথাও চালের ঘাটতি থেকে থাকে, তা হয়তো পরিবহন বা বস্তা গোছানোর সময় কম-বেশি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।’

প্যানেল চেয়ারম্যান রিয়াজ সিকদার বলেন, ‘ইউনিয়নের মানুষের আস্থা নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা আমরা ঘটতে দিতে চাই না। চাল কম দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ অনিয়ম করে থাকে, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।’

মহিলাবিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, ‘যদি সেখানে কম চাল দেওয়া হয়, তবে প্রকল্পের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। আমি অনিয়মের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..