বরগুনার বেতাগীতে সুপারি পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে মাথা ফাঁটিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বেতাগী সদর ইউনিয়নের মরহুম মো: ফজলুর করিম মাস্টারের কনিষ্ঠপুত্র মো: জাহিদুল করিম মাসুমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে স্থানীয় হোসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত আমজেত খানের পুত্র সোহেল খান।
মাসুরের পরিবার সুত্রে জানাযায়, মাসুমের সুপারি বাগান থেকে সুপারি নিয়ে যায় সোহেল খান। এ বিষয়ে কয়েকদিন আগে সোহেল খানের সাথে কাটাকাটি হয়। ঘটনার দিন মাসুম স্থানীয় এক চায়ের দোকান বসে চা খাওয়ার সময় হঠাৎ পিছন থেকে সোহেল খান তার লোকজন নিয়ে মাসুমের উপর অতর্কিতভাবে লোহার হাতুড়ি দিয়ে হামলা করে। এতে মাসুমের মাথা ফেটে যায় এবং দেহের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ বিষয়ে আহত মাসুম বলেন, কয়েকদিন আগে সুপারি পাড়ার বিষয় জিজ্ঞেস করার কারনে কথাকাটাকটি হয়। সোহেল আমাকে খুন করার উদ্দেশ্যে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এতে আমার মাথা ফেটে যায়। এ সময় সোহেলের সাথে তার বোন শিউলি ও শিউলির ছেলে রাকিব ছিল।
সোহেল খান বলেন, হামলার কোন ঘটনা ঘটে না। মাথা ফাটছে কিনা আমি জানি না। কিছু দিন পূর্বে মাসুম আমাকে মারছে। আমাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে।