মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে নবম শ্রেণির ছাত্রের যুদ্ধবিমান আবিষ্কার, অর্থসংকটে থেমে আছে সিফাতের স্বপ্নযাত্রা আমতলীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা, র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পুলিশের হাতে শিক্ষক লাঞ্ছিত — জাতি হিসাবে আমরা ব্যর্থ ও লজ্জিত: বিএনপি নেতা ড. কাজী মনির পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ বেতাগীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা ১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কৃষিবিদ গ্রুপের বিজনেস মিটিং সফলভাবে সম্পন্ন আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি পেটা

২০১৮ সালের হামলা, আজও ন্যায় বিচারের অপেক্ষায় পটুয়াখালী ছাত্রদল নেতা

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৭ বার পঠিত

পটুয়াখালী: ৩ অক্টোবর, পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পটুয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বশির তালুকদার অভিযোগ করেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েও আজ পর্যন্ত তিনি ন্যায়বিচার পাননি।

বশির তালুকদার জানান, ২০১৮ সালের ২০ ডিসেম্বর সার্কিট হাউসের সামনে দলীয় বৈঠকের পর ছাত্রলীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হয়েছেন তিনি এবং তার পায়ে ১০টি সেলাই দিতে হয়েছে।

তিনি অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক বের করে দেয়। এরপর প্রায় দেড় মাস অসুস্থ অবস্থায় বিভিন্ন স্থানে আত্মগোপন করতে হয়। ঘটনার দিন তার মোবাইল, টাকা ও মোটরবাইকও ছিনিয়ে নেওয়া হয়।

বশির তালুকদার আরও জানান, থানায় মামলা করতে গিয়ে তা গ্রহণ করা হয়নি। কারণ হামলায় জড়িত ছিলেন স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, যিনি পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং একাধিকবার মনোনীত ৮নং ওয়ার্ডের কমিশনার ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কোনো আর্থিক সাহায্য চাই না। আমি শুধু চাই, আমাদের মতো ত্যাগী কর্মীরা যেন অবহেলিত না হয়। আমার ক্ষত ও ত্যাগ যেন তারেক রহমান স্যারের কাছে পৌঁছায়।

তিনি আরও যোগ করেন, যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেন, তাদের কথা ভুলে যাওয়া ঠিক নয়। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং আশা প্রকাশ করেন, দলের ত্যাগী নেতাকর্মীরা সম্মানের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..