ত্যাগ, আদর্শ ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক হিসেবে জাতীয় পর্যায়ে বিশেষ স্বীকৃতি পেলেন মোরেলগঞ্জের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। তাঁকে সম্মানিত করা হয়েছে মর্যাদাপূর্ণ “মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সম্মাননা স্মারক”-এ।
বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের আয়োজনে ১০ অক্টোবর ২০২৫ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত হয় সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হউক।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড. মো. মজিবুর রহমান টোটন, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি এবং এ্যাড. আরিফা সুলতানা রুমা, আহ্বায়ক সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপি ডা. মো. মাইনুল ইসলাম (বাদল তালুকদার) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. সোলায়মান তালুকদার।
বক্তারা বলেন, “ড. কাজী মনিরুজ্জামান মনির কেবল একজন রাজনীতিক নন; তিনি ত্যাগ, আদর্শ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। তাঁর সততা ও নিরলস সংগ্রাম জাতীয় রাজনীতিতে অনুকরণীয়।”
সম্মাননা প্রাপ্তির পর আবেগঘন কণ্ঠে ড. মনির বলেন, “এই সম্মাননা আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি আরও দায়িত্বশীল করেছে। গণতন্ত্র, ন্যায় ও জনগণের অধিকারের জন্য আজীবন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।”
মোরেলগঞ্জের এই গর্বিত সন্তান জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়ে নিজের এলাকা ও জনগণকে করেছেন সম্মানিত। স্থানীয়দের মতে, ড. মনিরের এই সম্মাননা পুরো দক্ষিণাঞ্চলের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে এসেছে।