নীলফামারীর ডোমার উপজেলার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র সেবা ক্লিনিক-এ সিজার অপারেশনের পর এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত নারীর পরিবার অভিযোগ করেছে, অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই নারীর সিজার অপারেশন করা হয়। তবে রাতের দিকে তার অবস্থা খারাপ হতে থাকে এবং আজ ভোর ৫টার দিকে তিনি মারা যান।
মৃত নারীর আত্মীয়-স্বজনদের দাবি, সিজারের পর রক্তক্ষরণ শুরু হয়েছিল, কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ তা গুরুত্ব দেয়নি। দ্রুত ব্যবস্থা নিলে হয়তো জীবন বাঁচানো সম্ভব হতো বলে তাদের ধারণা।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্তের দাবি উঠেছে।