শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধী ও নারীর উপর দেশীয় অস্ত্র মহরা দিয়ে হামলার অভিযোগ

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৭৭১ বার পঠিত
পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধী বৃদ্ধ সহ নারীর উপর হামলার  অভিযোগ উঠেছে। বুধবার এঘটনায় পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী বিপুল চন্দ্র দাস।
মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ১১ মে ২০২৫ তারিখ বিকাল ৩টার দিকে বাদীর  বসতভিটার সামনে  গায়ের জোরে ঘর নির্মাণের কাজ শুরু করেন শংকর চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস, অনুকূল চন্দ্র দাস, অসিম চন্দ্র দাস, অমল চন্দ্র দাস, পুষ্প রানী দাস, শিখা দাস, মনিকা রানী ও সমীর চন্দ্র দাস গং। এসময়  প্রতিবন্ধী বিমল চন্দ্র দাস এবং তার স্ত্রী ও কন্যা বাধা দেন। এতে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তারা মাটিতে লুটিয়ে পড়েন।
ভুক্তভোগীদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে অভিযুক্তদের কবল থেকে রক্ষা করেন। পরে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
মামলার বাদী বিপুল চন্দ্র দাস জানান, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের জমি দখলের চেষ্টা করছে এবং আইন-শৃঙ্খলা বা স্থানীয় সালিশ কোনো কিছুরই তোয়াক্কা করছে না। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এঘটনায় আদালতের নির্দেশে পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ জানান, অভিযোগ পেয়েছি আইনগত প্রকৃয়া চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..