বরগুনার বেতাগীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৫ ই জুলাই) বেতাগী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোঃফোরকান হোসেন ইমরাতের সঞ্চালনায় বেতাগী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃশাহাদাত হোসেন মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশীর গাজী।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক “বিষখালী পত্রিকার” সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, পৌর বিএনপি সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান, বেতাগী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও আমারদেশ পএিকার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ডব্লিউ,বেতাগী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল সিকদার,কালের কন্ঠ প্রতিনিধি কামাল খান, দৈনিক সংবাদ বাংলাদেশর” ব্যবস্থাপনা সম্পাদক মো :আরিফুর রহমান (সুজন), বেতাগী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃহাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জামাল খান, আমার সংবাদ প্রতিনিধি মোঃ সুজন,রুপালী বাংলাদেশ প্রতিনিধি জসিম উদ্দিন, মাতৃভূমির প্রতিনিধি সিদ্দিকুর রহমান রিজন ও সদস্য রিপন এবং ছাত্র প্রতিনিধি ইমরান হোসেনসহ বেতাগী উপজেলায় ভিবিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তরা সঠিক ও নিরপেক্ষ সাংবাদিকতার বিষয় গুরুত্ব আরোপ করা সহ সাংবাদিক সমাজের উন্নয়নে বিএমএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।