‘হাত ধোয়ার নায়ক হোন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর উপজেলা সমন্বয়কারী শওকত চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শিখে তা বাস্তবে প্রয়োগের অঙ্গীকার করেন।