বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবীতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জীবিকা নিয়ে দিশেহারা জেলেরা রয়েছে কিস্তি আর দাদনের চাপ তাড়াইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী পটুয়াখালীতে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: পানগুছি নদীতে প্রশাসনের যৌথ টহল রাজপথ নয় সন্মান নিয়ে শ্রেণি কক্ষে ফেরার ব্যবস্থা চায় সন্মানিত শিক্ষক সমাজ ! চিলমারীতে মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। থানায় অভিযোগ না নেওয়ায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

গত ৭ অক্টোবর পটুয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আমলী) আদালতে মামলাটি দায়ের করেন আউলিয়াপুর ইউনিয়নের বড় আউলিয়াপুর এলাকার আবু জাফর (৪৫)। মামলায় মোট ছয়জন সাক্ষী রাখা হয়েছে।

আসামিরা হলেন বড় আউলিয়াপুর এলাকার মো. হেলাল মৃধা (৩২) ও মো. বেল্লাল মৃধা (৩৬), পিতা আবদুল কুদ্দুস মৃধা। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সম্প্রতি বাদী তাঁদের পাশের সাত শতাংশ জমি ক্রয় করলে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গত ৩ অক্টোবর বিকেলে ইপিজেড সংলগ্ন এলাকায় তাঁদের ওপর দা, রামদা, লাঠি ও জিআই পাইপ দিয়ে হামলা চালানো হয়।

এ সময় বাদীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা ও তাঁর স্ত্রীর গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন (মূল্য এক লাখ ৬০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে থানায় অভিযোগ দেন বাদী, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩৮৫, ৩৮৭, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়।

আবু জাফর বলেন, “আমি নিরীহ মানুষ। আসামিরা এলাকায় প্রভাবশালী। থানায় মামলা না নেওয়ায় আদালতের আশ্রয় নিয়েছি। আমি ন্যায়বিচার চাই।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..