কুমিল্লার মুরাদনগরে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনার উদ্বোধন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র উপস্থাপনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, ডেভলাপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিকরুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার আব্দুল আউয়াল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যাপক কাজী তুফরীজ এটন, শেখ জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, আবদুর রহিম পারভেজ, গোলাম কিবরিয়া খোকন, শিমুল বিল্লাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মেদ ও সাজ্জাদ হোসেন প্রমুখ। সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কাযর্যক্রম সামাজিক নিরাপত্তা, শিক্ষাবৃত্তি ও শিশু সুরক্ষাসহ সেবার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়।
মুরাদনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে বলেন, কোন ভাতাভোগী মারা গেলে ৭ কর্ম দিবসের মধ্যে মৃত্যু সনদসহ সমাজসেবা কার্যালয়ে তথ্য দেয়া এবং কোন ভাতাভোগীর পিন নম্বর কেউ চাইলে তা দেয়া যাবেনা বলে সকলকে সতর্ক করেন। কারণ হ্যাকাররা এভাবে প্রতারণা করছে বলে তিনি সকলকে অবহিত করেন।