২২শে অক্টোবর,বুধবার, রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। আজ দুপুরে ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষের সময় এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক সমিতি সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় ক্যাম্পাসের পরিস্থিতি ভিডিও ধারণ করছিলেন সাব্বির। এ সময় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া ভিডিও ধারণ করতে দেখে ক্ষিপ্ত হন। তারপরে তিনি কয়েকজন কর্মীকে নিয়ে সাব্বিরকে মারধর করেন। এতে তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।
সহপাঠীরা দ্রুত আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে রাজধানীর ডেল্টা হাসপাতালে ভর্তি করেন।এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাত থাকলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
ঘটনার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের সদস্যরা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন, সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলা ন্যক্কারজনক। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
বাঙলা কলেজ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ায় শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ক্যাম্পাসে নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।