বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

মুরাদনগর শ্রীকাইলে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হুরোয়া চ্যাম্পিয়ন

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৫৮০৬ বার পঠিত

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে উভয় দলকে পুরস্কার প্রদান করেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি।

শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান মজুমদার, মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার, পবিত্র কুমার চক্রবর্তী। ফাইনাল খেলার পৃষ্ঠপোষক ছিলেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল আউয়াল স‌ওদাগর, বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাশ।

ফাইনাল খেলায় ১-০ গোলে নবীনগর উপজেলার হুরোয়া ফুটবল একাদশ মুরাদনগর উপজেলার শ্রীকাইল প্রভাত কলি সংঘ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ‌। জয়ী দলকে ৪২ ইঞ্চি টেলিভিশন এবং রানার আপ দলকে ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়।

খেলায় আমন্ত্রিত অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কামাল্লা ইউপি চেয়ারম্যান আবুল বাশার, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শ্রীকাইল ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর, শ্রীকাইল কে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকার, শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুল মতিন, সহ-সভাপতি তানভীর রেজা রিংকু, সাবেক সাধারণ সম্পাদক সবুজ বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুল হাসান সরকার কমল, স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবুল হোসাইন, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, অষ্ট্রেলিয়া প্রবাসী আহসানুল হক ইসমাইল, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বেগ, হিমাংশু রঞ্জণ দাস, নুরুল ইসলাম লিটন প্রমূখ।

আয়োজক কমিটির মধ্যে শ্রীকাইল গ্ৰামের আব্দুল লতিফ বেগ, মোঃ এরশাদ, ইসমাইল খান,ফরিদ মিয়া, কামাল হোসেন, জহিরুল ইসলাম, জয়নাল আবেদীন, আব্দুল হক, মাসুদ আলম সরকার রুবেল, মোঃ জাবেদ, আলমগীর বেগ, সোহাগ চৌধুরী মামুন, এনামুল হক, মোঃ ইমরান, সাইফুল ইসলাম এবং শ্রীকাইল গ্ৰামের যুবসমাজ সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..