কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সমসাময়িক নানা বিষয় নিয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা ভেটেরিনারি সার্জন নুর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ লাকী বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ আকন্দ, সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, সহকারী জনপ্রিয় আইপি টিভি ৬৯’র চেয়ারম্যান মোঃ আলমীর হোসাইন, সাংবাদিক ও সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, বদরুদ্দোজা বুলু, শাওরাত সোহেল, ফয়সাল রকি, রাফিউল ইসলাম রাফি প্রমুখ।