সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও মাইটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার স্থানীয় একটি হোটেলে ইফতার পূর্বে এক আলোচনা সভা মাইটিভির মুরাদনগর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি আবদুল কাইয়ুম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহাম্মদ, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এমকেআই জাবেদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুবকর সবুজের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির সাংবাদিক নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আনোয়ার পাশা, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম মজুমদার, সদস্য মাজহারুল ইসলাম, আক্তার হোসেন ও সুজন মুন্সী প্রমুখ।
ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কুড়াখাল কুরুন্ডী দাখিল মাদরাসার সুপার মাওলানা আ ন ম জসিম উদ্দিন মোল্লা।