শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশে চাকরি দেওয়া নামে অর্থ আত্মসাৎ অভিযোগে যুবদল নেতা গ্রেফতার হাট ইজারা আদায়কে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের উত্তেজনা:ককটেল বিস্ফোরণ পটুয়াখালীতে কোষ্ট গার্ডের হাতে অবৈধ চায়না দুয়ারী জাল ও পলিথিন জব্দ রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা গুরুত্বপূর্ণ উপায় : প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে সাদি ও জামিল বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ৭ম আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ তাড়াইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪১তম বর্ষপূর্তি উদযাপন বেতাগীতে চাঁদাবাজির অভিযোগ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক গ্রেফতার তাড়াইলে মাঠে মাঠে বাতাসে দোলছে কৃষকের সোনালী স্বপ্ন

গলাচিপায় শিক্ষকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৫৮৬৩ বার পঠিত
পটুয়াখালীর গলাচিপায় সুহরি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের উপর অপর শিক্ষকের হামলার  প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে একই বিদ্যালয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
৩রা মার্চ (রবিবার) সকালে বিদ্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সহ শতাধিক মানুষ। উপস্থিতিদের ব্যানার ও প্লেকার্ড ঝুলিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
জানা যায়, গত ২৯শে ফেব্রুয়ারি  সকালে সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের সহকারী শিক্ষক শিপন চন্দ্র রায়ের উপর অতর্কিত হামলা চালায় একই স্কুলের শিক্ষক সবুজ খান ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীর। এতে ওই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর পরই শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বাড়ি চলে যায়। ভুক্তভোগী শিক্ষক ও তার সহকর্মীরা এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার বরাবর  লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় নিজস্ব লোক দিয়ে স্কুলের পরিচালনা পর্ষদ কমিটি গঠন করে। এ কারণে দিন দিন ওই স্কুলের শিক্ষার মান হ্রাস পাচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসলে শিক্ষক প্রতিনিধি সবুজ খান প্রতিনিয়ত অপর সকল শিক্ষকের সঙ্গে অসদাচরণ  করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক শিপন চন্দ্র রায় এর উপর সন্ত্রাসী হামলার কারণে আমরা লজ্জিত। স্কুলের সম্মান  ক্ষুন্ন হয়েছে। শিক্ষক সবুজ খানকে অপসারণ করে তাকে শাস্তির আওতায় আনা হোক। এই স্কুলের পকেট কমিটির কারণেই যত অনিয়ম। অবিলম্বে পকেট কমিটি বাদ দিয়ে বৈধ কমিটি করলেই সকল সমস্যার সমাধান হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..