মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তার কাজ: সংশ্লিষ্টদের তদারকির অভাব বলছেন এলাকাবাসী বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিয়ানীবাজারে নিহতদের ময়নাতদন্ত ছাড়াই মামলা নিষ্পত্তি করতে হচ্ছে অপারেশন ডেবিট হান্ট নলছিটিতে গ্রেফতার -২ চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি কাঠালিয়ায় মাদ্রাসার সামনের সড়কে খানাখন্দ; সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন দ্বিতীয় বারের মতো সরকারি বাঙলা কলেজে আয়োজিত হয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা বর্ণাঢ্য আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” উদযাপন বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

মুরাদনগরে ৬ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৮২৭ বার পঠিত
মুরাদনগর উপজেলায় ছয় মাদক সেবীকে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবন করে মাতলামী করার সময় ৬ জনকে ১২’শত টাকা অর্থদন্ডসহ পাচঁ দিনের কারাদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে কারাদন্ড প্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলা সদরের ডি,আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে গোমতী নদীর ব্রীজের নিচে মুটিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে কালন (৩৫), মজিব মিয়ার ছেলে হৃদয় হাসান (২১), রাজু মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৩১), কাদের মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৩২), মৃত মালু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫) ও মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয়ের পাশে মদ থেয়ে কিছু লোক মাতলামী করছে। এমন খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাসন চন্দ্র ধরের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনারস্থল থেকে ছয় জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন পাচঁ জনকে ২ শত টাকা করে ১২’শত টাকা ও পাচঁ দিনের কারাদন্ড প্রদান করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মাদক নির্মূল করে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। মোবাইল কোর্টে দন্ডপ্রাপ্ত আসামীদের সোমবার বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..